Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন রাষ্ট্রপতি


২৮ মে ২০১৯ ১১:২৮ | আপডেট: ২৮ মে ২০১৯ ১১:৪৪

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে দেশটিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৯ মে) ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (৩০ মে) নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার (৩১ মে) দেশে ফিরবেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানিয়েছেন।

তিন দিনের এই সফরে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া ছাড়াও ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মো. আবদুল হামিদ।

ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন।

ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ের পর রাষ্ট্রপতি কোবিন্দ গতকাল নরেন্দ্র মোদিকে দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এর আগে এনডিএ নেতারা মোদিকে তাদের সংসদ নেতা নির্বাচন করেন।

সারাবাংলা/এসএমএন

নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি আবদুল হামিদ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর