চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল একজনের
২৭ মে ২০১৯ ২১:৫১ | আপডেট: ২৭ মে ২০১৯ ২১:৫২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলায় দুটি বাসের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পটিয়া থেকে চট্টগ্রাম শহর অভিমুখে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ মে) রাত সোয়া আটটার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাটের অদূরে বিআরটিসি বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়।
নিহত শামসুল আলম (৫৮) পটিয়া উপজেলার উত্তর হরিণখাইন গ্রামের বাসিন্দা।
পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মিজানুর রহমান সারাবাংলাকে জানান, দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসটি পটিয়া থেকে শহরমুখী ছিল। আর মিনিবাসটি শহর অভিমুখী ছিল। দুর্ঘটনায় আহত শামসুল ঘটনাস্থলে মারা যান। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/আরডি/এমআই