Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব


২৭ মে ২০১৯ ২০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: অভিবাসী কর্মীদের জন্য আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব এসেছে চট্টগ্রামে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে। বিষয়টি জাতীয় সংসদে জোরালোভাবে তুলে ধরা আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী।

সোমবার (২৭ মে) দুপুরে ‘শ্রম অভিবাসন: পরিপ্রেক্ষিত জাতীয় বাজেট’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল এ আশ্বাস দেন। কারিতাসের ‘নিরাপদ অভিবাসন প্রকল্প চট্টগ্রাম অঞ্চল’ এই সংলাপের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের চন্দনাইশ থেকে নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘অভিবাসীরা আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। তাদের বিভিন্ন হয়রানি বন্ধে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তার ব্যবস্থা করেছে।’

বিজ্ঞাপন

‘তবে জাতীয় বাজেটে অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বরাদ্দ বাড়ানোর যে প্রস্তাব এসেছে এটা অত্যন্ত যৌক্তিক। আমি এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কথা বলব। জাতীয় সংসদেও আমি বিষয়টি তুলে ধরব।’

দালাল এবং প্রতারক চক্র থেকে অভিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সাংসদ বলেন, কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি খুঁটিনাটি বিষয় জেনে নিতে হবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। দালাল থেকে সাবধান থাকতে হবে।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবুল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ধর্মপ্রদেশের আর্চবিশপ মজেস এম কস্তা, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের উপাধ্যক্ষ নওরিন সুলতানা ও বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা।

কারিতাস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন করেন প্রকল্পের তত্ত্বাবধায়ক শ্যামল মজুমদার।

এছাড়া বিদেশে গিয়ে প্রতারণার শিকার কয়েকজন নারী-পুরুষ নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন সভায়।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো