অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন আবেদনের সময়সীমা ৩০ জুন
২৭ মে ২০১৯ ২০:২৪ | আপডেট: ২৭ মে ২০১৯ ২০:৫৭
ঢাকা: দেশে বিদ্যমান অনলাইন সংবাদপোর্টালগুলোর সরকারি নিবন্ধনের জন্য ৩০ জুন ২০১৯ পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদফতর। সোমবার (২৭ মে) তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য অধিদফতরের ওয়েবসাইট www.pressinform.gov.bd-এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণকসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে।
এছাড়া ইতোপূর্বে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
সারাবাংলা/এমআই