Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুজিব বর্ষ’কে সেবা বর্ষ হিসেবে পালন করবে বিদ্যুৎ বিভাগ


২৭ মে ২০১৯ ১৮:২২ | আপডেট: ২৭ মে ২০১৯ ১৯:০৫

ঢাকা: ‘মুজিব বর্ষ’কে সেবা বর্ষ হিসেবে পালন করবে বিদ্যুৎ বিভাগ। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এক ঘন্টা বেশি অফিস করবেন এবং জনগণের শতভাগ বিদ্যুৎ পাওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

সোমবার (২৭ মে) বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন নিয়ে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত মুজিব বর্ষ সফলভাবে উদযাপন করা হবে। এজন্য নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ সেবার উদ্যোগ নেওয়া যেতে পারে। বেসরকারি খাতকেও এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের প্রস্তুতি যথেষ্ট ভাল। তাই, গৃহীত উদ্যোগগুলো দ্রুত জাতীয় বাস্তবায়ন কমিটিতে পাঠানোর আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ছাড়াও অন্যান্যের মধ্যে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিমসহ উভয় বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/জেএএম

বিদ্যুৎ বিভাগ মুজিব বর্ষ সেবা বর্ষ