সাবেক সংসদ কাদের খান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
২৭ মে ২০১৯ ১৬:৩৪ | আপডেট: ২৭ মে ২০১৯ ১৬:৩৭
ঢাকা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খান ও তার স্ত্রী ডা. আখতার জাহান উম্মে নাসিমা বেগমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে রোববার রাতে রাজধানীর রমনা মডেল থানায় মামলা দু’টি করেন দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। মামলা নম্বর ৫৯ ও ৬০।
দুদকের মামলায় বলা হয়েছে, কাদের খানের বিরুদ্ধে ২৪ লাখ ৪২ হাজার ৭৭০ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ১৫ লাখ ৩৭ হাজার ৩০৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
সারাবাংলা/এসজে/জেএএম