ব্রাজিলের জেলে দাঙ্গায় প্রাণ গেল ১৫ জনের
২৭ মে ২০১৯ ১২:২০ | আপডেট: ২৮ মে ২০১৯ ১১:২৮
ব্রাজিলের উত্তরাঞ্চলের অ্যামাজনাস প্রদেশের জেলে কারাবন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের কারা-কর্তৃপক্ষ একথা নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
স্থানীয় মুখপাত্র কর্নেল মার্কোস ভিনিসাস আলমেদিয়া বলেন, বন্দিরা একে অপরের ওপর হামলা চালায়। টুথব্রাশও বিঁধিয়ে দেয় তারা।
কারাগারে সাক্ষাতের সময়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তবে কোনো দর্শনার্থী মারা যাননি।
সরকার জানিয়েছে, এই ঘটনার তদন্ত করা হবে। ২০১৭ সালে এই জেলখানায় দাঙ্গায় ৫৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।
সারাবাংলা/এনএইচ