Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় দুই পিকআপ ভ্যানের সংঘর্ষ, ২ চালকের মৃত্যু


২৭ মে ২০১৯ ১১:৫৫

মাগুরা: মাগুরায় দুই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালকের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৭ মে) সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগা গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চালকরা হলেন, নঈম (২২) ও শাহাবুদ্দিন (২৯)। শাহাবুদ্দিনের বাড়ি ঝিনাইদহ জেলায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নঈমের পরিচয় জানা যায়নি।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. শাকুর আহম্মেদ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএইচ

মাগুরা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর