Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক


২৬ মে ২০১৯ ১৯:৫৬ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৯:৫৭

ঢাকা: তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে আগামী ১ ও ২ জুন (শনি ও রোববার) ব্যাংক খোলা থাকবে। রোববার (২৬ মে) সকল তফসিলি ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, রফতানি বাণিজ্য সচল রাখতে ১ জুন শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ও ২ জুন রোববার (পবিত্র শবে কদরের ছুটি) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করণে খোলা রাখতে হবে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত) এবং ২ জুন রোবাবার (সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত-লেনদেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো। চিঠিটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এমআই

১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর