নরসিংদী-৩ আসনের সাবেক এমপি সিরাজুলকে দুদকে তলব
২৬ মে ২০১৯ ১৯:৩৯ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৯:৪০
ঢাকা: নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে তলব করেছে দুর্নীতি তমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে তলব করা হয়েছে।
রোববার (২৬ মে) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আজ তাকে চিঠি পাঠিয়ে তলব করেছেন। আগামী ১০ জুন জিজ্ঞাসাবাদের জন্য সিরাজুল ইসলামকে কমিশনে হাজির হতে বলা হয়েছে।
সারাবাংলা/এসজে/এমও