দেশের অর্থনীতি নতুন ধাপে উন্নীত হয়েছে: বাণিজ্যমন্ত্রী
২৬ মে ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৭:৫৭
ঢাকা: দেশের অর্থনীতি নতুন ধাপে উন্নীত হয়েছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘অর্থনীতির উন্নয়নে বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।’
রোববার দুপুরে (২৬ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়’ তিনদিনব্যাপী এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান। ফরেন ডাইরেক্ট ইভেস্টমেন্টের (এফডিআই) ক্ষেত্রে বাংলাদেশ সরকার উদারনীতি গ্রহণ করেছে। এতে বিশ্বের অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।’
বাংলাদেশ আগামী ২০২৪ সালে উন্নয়নশীল দেশে পরিণত হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়, গড় আয়ু, প্রবৃদ্ধি বেড়েছে। ২০৩০ সালের মধ্যে মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলারে উন্নীত হবে।’
ইআরএফ’র উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় এবং ইআরএফ দেশের অর্থনীতি উন্নয়নে একসঙ্গে কাজ করবে। ইআরএফ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনির চৌধুরী বলেন, ‘গত কয়েক বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দেশের অর্থনীতি অগ্রসর হচ্ছে। আমাদের রফতানি আয় ৪১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রফতানি আয়ের পরিমাণ আরও বাড়াতে আমাদের দক্ষ জনবল সৃষ্টি করতে হবে। দক্ষ জনবলের অভাবে প্রতিবছর বাংলাদেশ থেকে ৪/৫ বিলিয়ন ডলার বিদেশিরা নিয়ে যাচ্ছে। এই দিকে আমাদের নজর দিতে হবে।’
রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফ ইসলাম দিলাল। ইআরএফ সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিএ মহাপরিচালক মো. মুনির চৌধুরী।
কর্মশালায় ইআরএফ‘র ৬০ জন সদস্য অংশ নেন।
সারাবাংলা/জিএস/এমও