Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ’ লীগ নেতা‌র হত্যাকারীদের শা‌স্তি ও সেনাক্যাম্প স্থাপনের দা‌বি


২৬ মে ২০১৯ ১৪:০৭ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৪:১৮

বান্দরবান: পাহাড়ে সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের গ্রেফতার, রাজবিলা এলাকায় সেনাক্যাম্প স্থাপন ও চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন পালিত হয়েছে।

রোববার (২৬ মে) সকালে বান্দরবান প্রেস ক্লবের সামনে সচেতন পার্বত্যবাসী ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রী‌তির বান্দরবানে হঠাৎ ক‌রে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী একের পর এক হত্যা, অপহরণ, চাঁদা‌বা‌জি করে সম্প্রী‌তি নষ্ট করছে। গত ২২ মে পৌরসভার সা‌বেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লী‌গের সহসভাপ‌তি চ‌থোয়াই মং মারমা‌কে অপহর‌ণের পর হত্যা করেছে।

বক্তারা চথোয়াই মারমার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি ও পাহা‌ড়ে শা‌ন্তি ফি‌রি‌য়ে আন‌তে সেনাক্যাম্প স্থাপ‌নের দা‌বি জানান।

গত ২২মে বুধবার রাত সা‌ড়ে নয়টায় সা‌বেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি‌ চথোয়াই মং মারমা‌কে অ‌স্ত্রের মু‌খে অপহরণ ক‌রে নি‌য়ে যায় সন্ত্রাসীরা। প‌রে শ‌নিবার ২৫ মে দুপু‌রে জর্ডান পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সারাবাংলা/এমএইচ

বান্দরবান মানববন্ধন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর