বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু
২৬ মে ২০১৯ ০৯:১৫ | আপডেট: ২৬ মে ২০১৯ ১৩:০২
দিনাজপুর: দিনাজপুরের বিরলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত আলম উপজেলার কামদেবপুর (ঈদগাঁ মোড়) গ্রামের মোশাহক আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে গরু আনতে সীমান্ত এলাকায় যান আলম। এসময় ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা মেইন পিলার নং ২০ এর সাব পিলার ১০এস মহাতলায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই আলম মারা যান। খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন।
বিজিবি ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান জানান, বিরলে বিএসএফের গুলিতে আলম নামে এক গরু ব্যবসায়ী মৃত্যুর খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সারাবাংলা/এমএইচ