বান্দরবানে আওয়ামী লীগ নেতা হত্যায় ৪ সন্দেহভাজন আটক
২৬ মে ২০১৯ ০২:৫৬ | আপডেট: ২৬ মে ২০১৯ ১২:৩৫
বান্দরবান: নিখোঁজের তিন দিনের মাথায় বান্দরবানের অপহৃত আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কমিশনার চথোয়াই মং মার্মার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ মে) বান্দরবানের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে জর্ডানপাড়া কারবারি, জেএসএস এর কেন্দ্রীয় নেতা কেএসমং ও জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যাবা মং মার্মাও রয়েছেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে জর্ডানপাড়া থেকে সাড়ে তিন-চার কিলোমিটার দূরে গহীন জঙ্গলে নিয়ে তচথোয়াই মং মার্মাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জেএসএসের কেন্দ্রীয় নেতা কেএসমং ও জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যাবা মং মার্মাসহ ৪ জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।
এর আগে, গত ২২ মে বুধবার রাত সাড়ে নয়টার দিকে চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে পাহাড়ী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এর তিন দিন পর শনিবার তার লাশ উদ্ধার করা হয়।
সারাবাংলা/এজেডকে/এসএমএন