বিজয়নগরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু
২৫ মে ২০১৯ ১৬:০৬ | আপডেট: ২৫ মে ২০১৯ ১৬:১১
ব্রাহ্মণবাড়ীয়া: ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২৫ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের সাতবর্গে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউরের মিঠু রায় চৌধুরীর স্ত্রী শান্তা রায় চৌধুরী (৩০), একই উপজেলার হালুয়াপাড়ার মিসির আলীর ছেলে আবু তাহের (৬০) ও মইজ উদ্দিনের ছেলে বিল্লাল উদ্দিন (৪০)।
আহতরা হলেন- ফয়সাল মিয়া (২৫), ফারজিনা (২০) ও জুম্মান (২৮)।
স্থানীয়রা জানায়, ব্রাহ্মণবাড়ীয়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল। পথে বিজয়নগরের সাতবর্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। গুরুতর আহত ৪জনকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক আবু তাহের ও শান্তা রায়কে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ