উল্লাপাড়ায় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
২৫ মে ২০১৯ ১১:৫১ | আপডেট: ২৫ মে ২০১৯ ১১:৫৩
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবল ঝড়ের সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) রাতে উপজেলার রামাইল গ্রামে ধান পাহারার সময় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উল্লাপাড়ার রোগিদা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (৩০) এবং একই গ্রামের ফজল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪২)।
বড়পাঙ্গাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন জানান, উপজেলা শলকগ্রাম থেকে পাঁচ শ্রমিক রোগিদা গ্রামের চুক্তিতে ধান কাটতে আসেন। রাতের খাবার খেয়ে শ্রমিকরা রামাইল গ্রামের খোলায় ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই ঘুমন্ত শ্রমিকের মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ