Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগর থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার


২৫ মে ২০১৯ ০২:০৬ | আপডেট: ২৫ মে ২০১৯ ১০:৪৫

ঢাকা: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। ইউরোপগামী তিনটি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়। শুক্রবার লিবিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোষ্ট এ খবর জানিয়েছে। এতে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুইটি পৃথক অভিযান চালিয়ে নৌবাহিনী ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করে।

ওয়াশিংটনের খবরে বলা হয়, বৃহস্পতিবার লিবিয়ার নৌবাহিনীকে সাগরে তিনটি নৌকা অকোজে হয়ে পড়ার খবর জানায় জার্মানির একটি দাতব্য সংস্থা। ওই দিনই লিবিয়ার কোষ্টগার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ার খবর পায়। এতে বলা হয়, নৌকায় থাকা যাত্রীরা সাগরে ভেসে বেড়াচ্ছেন।

বিজ্ঞাপন

প্রথম নৌকাটিতে ১৪ জন বাংলাদেশিসহ ৮৭ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন শিশু রয়েছেন।

অন্যদিকে লিবিয়ার কোষ্টগার্ড ভূমধ্যসাগরে ভাসমান আরো দুইটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করেছে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জলিতিন শহরের উপকূলে দুইটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই আরব ও অফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জিএস/টিসি

অভিবাসী উদ্ধার ভূমধ্যসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর