Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন আজ


২৫ মে ২০১৯ ০০:৪৬

পঞ্চগড়: উত্তরবঙ্গে চালু হচ্ছে নতুন একটি ট্রেন “পঞ্চগড় এক্সপ্রেস”। আজ (২৫ মে) এই ট্রেনের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নন-স্টপ (বিরতিহীন) ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি উদ্বোধন করবেন। একই সাথে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়” ঘোষণা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের রেলপথ মন্ত্রণালয়ের রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সূজন এমপি।

পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার মোশারফ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা চলাচলের জন্য প্রস্তুত নতুন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’। ট্রেনটি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকালে উদ্বোধন করবেন।

উল্লেখ্য, শুক্রবার (২৪ মে) রেলমন্ত্রী পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন। এসময় তিনি স্টেশনের মূল জায়গাগুলো ঘুরে দেখেন।

 

সারাবাংলা/টিসি

পঞ্চগড় এক্সপ্রেস

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর