ভারত পেরেছে, বাংলাদেশ পারেনি: আমির খসরু
২৪ মে ২০১৯ ১৫:৩৩ | আপডেট: ২৪ মে ২০১৯ ১৫:৪৬
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটের মাধ্যমে তারা (ভারত) তাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছেন, যেটা বাংলাদেশের জনগণ পারেনি— এটা হচ্ছে সবচেয়ে পজেটিভ দিক।’
ভারতের জাতীয় নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার (২৪ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন- সরকার কি খালেদাকে কারাগারেই মেরে ফেলতে চায়? প্রশ্ন ফখরুলের
আমির খসরু বলেন, ‘ভারতের নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছেন। এতে করে ভারতের গণতন্ত্র সুগম হয়েছে, গণতন্ত্র সফল হয়েছে এবং তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।’
‘এটা সবচেয়ে ভালো দিক যে নির্বাচনে যারাই জিতেছেন, জগনগণের ভোটে জিতেছেন। ভারতের জনগণ মোদির পক্ষে রায় দিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে এরই মধ্যে অভিনন্দন জানানো হয়েছে। ভারতীয় হাইকমিশনে আজ অথবা কাল চিঠি চলে যাবে,’— বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
ভারতের নতুন সরকারের কাছে বাংলাদেশের প্রত্যাশা কী?— এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, বাংলাদেশ-ভারত সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যে হবে। পরস্পরের সহযোগিতা ও পরস্পরের প্রতি সম্মানজনক অবস্থান থেকে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। বিশেষ করে এই অঞ্চলে আমাদের পারস্পরিক যে সহযোগিতা, সেটা আমরা শক্তিশালী করতে পারব।’
তিনি আরও বলেন, সম্পর্কটা হবে দুই দেশের পারস্পরিক সম্মানের ভিত্তিতে, যেটা আমরা সবসময় বলে আসছি। কারণ, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সারাবাংলা/এজেড/টিআর