Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় কৃষকদের কাছ থেকে ধান কিনছে খাদ্য বিভাগ


২৪ মে ২০১৯ ১৪:২৯

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে শহরের বারহাট্রা রোডের খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান কেনা উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান তফসির উদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকিসহ অন্যরা।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা একেএম শামছুদ্দিন আহমেদ বলেন, ‘বরাদ্দ পাওয়া ৬৩২ টন ধান সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে কেনা হবে। আজ কেনা হয়েছে ৩ টন ধান।’

বিজ্ঞাপন

জেলা খাদ্য নিয়ন্ত্রক সোরাইয়া খাতুন বলেন, ‘কৃষকেরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য দাম পান এ জন্য কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। এছাড়াও মিলারদের কাছ থেকে চাউল কেনা হচ্ছে। এতে করে বাজারে ধানের দামে প্রভাব পড়বে।’

জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি বলেন, ‘জেলায় এবার চালকলগুলো থেকে ৫৫ হাজার টন চাল কিনবে খাদ্য বিভাগ। আমরা চাল সরবরাহ শুরু করেছি। তবে খাদ্য গুদামগুলোতে স্থান-সংকুলানের অভাবে আমরা দ্রুত চাল সরবরাহ দিতে পারছি না।’

সরকারি গুদামগুলো খালি করলে চাল সরবরাহে গতি পেত ও বাজারে ধানের দামও বাড়ত বলে জানান তিনি।

সারাবাংলা/ এনএইচ

কৃষক নেত্রকোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর