চট্টগ্রামে ৫৪ রোহিঙ্গা আটক
২৪ মে ২০১৯ ০৯:১৪ | আপডেট: ২৪ মে ২০১৯ ০৯:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের আশপাশ থেকে ৫৪ রোহিঙ্গা নারীপুরুষ ও শিশুকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) নগরীর কাজীর দেউড়ি, সার্কিট হাউজ, স্টেডিয়াম পাড়ায় অভিযান চালানো হয়।
মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজার দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা একদল রোহিঙ্গা নগরীর কাজীর দেউড়িতে ভিক্ষাবৃত্তিতে জড়িত। পাঁচতারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেল, এম এ আজিজ স্টেডিয়াম, শিশুপার্ক, সার্কিট হাউজসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে কাজীর দেউড়িসহ আশপাশের এলাকায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘ভিক্ষা করার নামে মানুষকে বিরক্ত করত এরা। এলাকায় সাধারণ পথচারী, রেস্টুরেন্টে আসা লোকজনের পথরোধ করে টাকা আদায় করত। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসা ভিআইপিদের গাড়ির গতিরোধ করে পর্যন্ত টাকা নেয়। রমজান শুরুর পর তাদের দৌরাত্ম্য আরও বেড়েছে।’
অভিযানে কাজীর দেউড়ির পুরো এলাকা রোহিঙ্গামুক্ত করা হয়েছে বলে জানান ওসি।
আটক ৫৪ রোহিঙ্গার মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ৩২ জন শিশু।
তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/জেএএম