Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’


২৩ মে ২০১৯ ২৩:০৯

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্প‌তিবার (২৩ মে) বিকালে নারায়ণগঞ্জ পু‌লিশ লাইনস মাঠে জেলা পু‌লিশ আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহ‌ফিলে মন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আজ বঙ্গবন্ধুর বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে জেলায় দুর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ তৈরি হবে এবং সমগ্র জেলায় সুশাসন কায়েম হবে।’

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা পু‌লিশ সুপার হারুন অর র‌শিদের সভাপ‌তিত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রা‌ব্বি মিয়াসহ অন্যরা।

সারাবাংলা/এমও

প্রধানমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর