কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে আগুন
২৩ মে ২০১৯ ২২:৩৯ | আপডেট: ২৩ মে ২০১৯ ২৩:১৯
ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টারের অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলের কর্মকর্তা-কর্মচারীরা আধঘণ্টার চেষ্টায় দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এসময় ফায়ার সার্ভিসও এসে তাদের সঙ্গে যোগ দেয়।
বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টায় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস পরে আমাদেরকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবে।’
সারাবাংলা/এসবি/এমও