সিইপিজেডে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
২৩ মে ২০১৯ ২১:০০ | আপডেট: ২৩ মে ২০১৯ ২২:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ইউনিটি এক্সেসরিজ নামের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। সিইপিজেডের এক নম্বর সড়কে ইউনিটি এক্সেসরিজ নামে একটি কারখানার তৃতীয় তলায় আগুন লেগেছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ১৪টি গাড়ি ঘটনাস্থলে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’
সারাবাংলা/আরডি/এমও