Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এত অসৎ জাতি নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়: হানিফ


২৩ মে ২০১৯ ১৮:৩২

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আজ আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জাতির মানুষের মধ্যে নীতি, নৈতিকতা ও সততার সংকট। এত অসৎ জাতি নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়।’ বৃহস্পতিবার (২৩ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির আয়োজনে ‘নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ: শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হানিফ বলেন, ‘আজ দেখুন নৈতিকতা কোন পর্যায়ে চলে গেছে। বালিশ কিনতেও দুর্নীতির কথা আসে। অবাক হতে হয় যখন দেখি একটি সরকারি দফতরের ক্রয় নিয়ে দুর্নীতির কথা আসে। ইলেকট্রনিকস জিনিস যার দাম ৭০০ থেকে দেড় হাজার টাকা, তা উত্তোলনের জন্য খরচ ২ হাজার! কোন পর্যায়ে গেলে মানুষ এমন কাজ করতে পারে। এত অসৎ জাতি নিয়ে বেশি দূর এগোনো সম্ভব নয়।’

প্রত্যেকটা সেক্টরে আজকে মানুষের যে অসততা দেখি, অনৈতিকতা দেখি, এরকম অসততা নিয়ে একটা দেশ খুব বেশি দূর এগোতে পারে না উল্লেখ করে হানিফ বলেন, ‘আজ দেশে দেখেন প্রায় ৮০ ভাগ মানুষ শারীরিক ভাবে অসুস্থ। এই অসুস্থ মানুষের মধ্যে শতকরা ২৭ ভাগ কিডনি রোগী। বাকি ২৫ ভাগ মানুষ ক্যান্সারের রোগী। এর একটাই কারণ হচ্ছে আমাদের নীতিহীন, অসততা, অনৈতিকতার মানসিকতা। আমরা খাদ্যে ভেজাল দিচ্ছি। মাছে ফরমালিন দিচ্ছি। এসব করে একে অপরকে ঠকাচ্ছি।’

হানিফ বলেন, ‘বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তাও করা যায় না। কেন এই বাংলাদেশ এবং বঙ্গবন্ধু এক ও অভিন্ন শব্দ এই ইতিহাস জানা সবার প্রয়োজন। কিন্তু আমার ধারণা আমাদের বেশির ভাগই এটা জানে না। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতা দখল করে ছিলো তারা সেই ৭১ এর পরাজিত শক্তির দোসর। তারা এই দেশে পাকিস্তানের ভাবধারা শুধু প্রতিষ্ঠিত করে নাই, সবচেয়ে যেই ক্ষতিটা করেছিলো, সেটা হলো সমাজের মধ্যে বিভাজন তৈরি করে দিয়েছে।’

আদর্শিক রাজনীতি থেকে আমরা কিন্তু অনেক দূরে সরে গেছি জানিয়ে তিনি আরও বলেন, ‘এমনকি বাংলাদেশের ইতিহাস বা বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কেও আমরা জানি না। বাংলাদেশ মানেই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা এক ও অভিন্ন অংশ, অবিচ্ছেদ্য। এই বাংলাদেশের সৃষ্টির সঙ্গে বঙ্গবন্ধুর ইতিহাস জড়িত। আমরা দলের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। বলছি, ‘শেখ হাসিনা এগিয়ে চলো, আমার আছি তোমার সাথে’। কিন্তু যে আর্দশটা ধারণ করে আমাদের রাজনীতি, সেটা কিন্তু আমরা অনেকই জানি না।”

বিজ্ঞাপন

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সভাপতি ড. সুলতানা সফির সভাপতিত্বে সেমিনার আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।

সারাবাংলা/এনআর/এমও

অসৎ জাতি নীতি নৈতিকতা মাহবুব উল আলম হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর