Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী নদীতে পাথরবোঝাই লাইটারডুবি


২৩ মে ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ২৩ মে ২০১৯ ১৬:৫০

চট্টগ্রাম ব্যুরো: কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে, জাহাজে থাকা ১১ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে চট্টগ্রামের শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-পরিচালক গিয়াস উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘রাতে পাথর নিয়ে সী-ক্রাউন নামে একটি লাইটার জাহাজ কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় আসে। সেটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি নোঙ্গর করে পাথর খালাস করছিল। কিন্তু ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে গেছে। জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিল। তারা সবাই নিরাপদে তীরে উঠেছেন।’

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সারাবাংলাকে বলেন, ‘জাহাজটি বন্দর চ্যানেলে ডুবেনি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য আমাদের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’

সারাবাংলা/আরডি/জেএএম

জাহাজডুবি লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর