Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাতকে যৌন হয়রানির মামলায় অধ্যক্ষ সিরাজ ফের রিমান্ডে


২২ মে ২০১৯ ২১:৩৯ | আপডেট: ২২ মে ২০১৯ ২১:৫১

ফেনী: সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি মামলার একমাত্র আসামি অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি সাতদিনের রিমান্ড আবেদন করেন। ‍শুনানি শেষে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নুসরাতকে পুড়িয়ে হত্যা হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার সাতদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।

গত ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানি করায় তার মা শিরিন আক্তার সোনাগাজী থানায় ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন। ওইদিন নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগে সিরাজ উদ দৌলাকে গ্রেফতার করে পুলিশ।

অধ্যক্ষ সিরাজ গ্রেফতার হওয়ার জেরে পরে ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ১২ জন আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সারাবাংলা/একে

যেকোনো দিন নুসরাত হত্যা মামলার চার্জশিট: পিবিআই
নুসরাত হত্যায় প্রশাসনের জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি
‘নুসরাত হত্যায় পুলিশের গাফিলতি অনুযায়ী ব্যবস্থা’
নুসরাত হত্যা: সোনাগাজীর ওসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ মে
নুসরাত হত্যা: অধ্যক্ষ সিরাজসহ ২ শিক্ষকের এমপিও স্থগিত
নুসরাতকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, জবানবন্দিতে স্বীকার অধ্যক্ষের

 

বিজ্ঞাপন

নুসরাত নুসরাত হত্যা মাদরাসাছাত্রী সিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর