Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনীতে দুই পক্ষের গোলাগুলিতে ‘মাদক বিক্রেতা’র মৃত্যু


২২ মে ২০১৯ ১১:২৭ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৫

মেহেরপুর: মেহেরপুরে মাদক বিক্রেতাদের দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, গাঁজা ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজমুল হোসেন (২৮)। তার বাড়ি সহড়াতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, গাংনী থানায় নাজমুলের বিরুদ্ধে মাদকের পাঁচটি মামলা রয়েছে।

বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসএম বুলবুল আহম্মেদ জানান, রাত দেড়টার দিকে করমদি গ্রামে গোলাগুলির শব্দে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। ততক্ষণে গুলির শব্দ বন্ধ হয়েছে। গুলির উৎস খুঁজতে আশেপাশে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে গুলিবিদ্ধ মাদক বিক্রেতা নাজমুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার আশপাশ থেকে একটি দেশি পিস্তল, আনুমানিক এক কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

নাজমুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ক্যাম্প ইনচার্য।

সারাবাংলা/এসএমএন

দুইপক্ষের গোলাগুলি মাদক বিক্রেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর