Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে চেয়ারম্যান আজাদ হত্যা মামলার আসামি রাজিব গ্রেফতার


২১ মে ২০১৯ ১৪:০৯

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হত্যা মামলার আসামি ও কথিত চরমপন্থী সংগঠন কাদামাটি দলের সদস্য রাজিব হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজিবের বাড়ি সদর উপজেলার দক্ষিণ বুলুপাড়া গ্রামে।

সোমবার (২০ মে) বিকেলে জয়পুরহাটের গুলশান মোড় এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। গত ৯ এপ্রিল পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে চরম পন্থী সংগঠন কাদামাটি দলের সদস্য হিসেবে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, ২০১৬ সালের ৪ জুন সদর উপজেলার পোচপুড়ি গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে ও ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে আজাদ খুন হন। সেই হত্যাকাণ্ডের এজাহারে নাম থাকলেও দীর্ঘদিন পালাতক ছিলেন রাজিব। জেলা শহরের গুলশান মোড় এলাকায় রাজীব অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যর তাকে গ্রেফতার করেন।

সারাবাংলা/এসএমএন

কাদামাটি দল চরমপন্থী চেয়ারম্যান হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর