‘লুটপাটে ব্যস্ত সরকার, কৃষক-শ্রমিকের দুর্দশায় কিছু যায় আসে না’
২১ মে ২০১৯ ১৪:২৬ | আপডেট: ২১ মে ২০১৯ ১৪:৩৫
ঢাকা: সরকার লুটপাটে ব্যস্ত তাই কৃষকের দুর্দশা নিয়ে সরকারের কিছুই যায় আসে না, বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত ‘২০ রমজানের মধ্যে সকল শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও কৃষকদের কাছ থেকে সরাসরি ১২ শ টাকা মণ ধান ক্রয়ের দাবি’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘কৃষিমন্ত্রী রীতিমতো কৃষকদের নিয়ে তামাশা করছে। তিনি যদি কৃষকদের দুর্দশা দূর করতে না পারেন তাহলে তার উচিত পদত্যাগ করা।’
বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরি মানববন্ধনে বলেন, ‘শ্রমিকদের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে। কিন্তু এখনো শ্রমিকদের সঠিক মূল্যায়ন করা হয় না। ঈদ উপলক্ষে পাটকল শ্রমিক, গার্মেন্টস শ্রমিক ও পরিবহন শ্রমিকদের ২০ রোজার মধ্যে সকল বকেয়া বেতনসহ সকল বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এছাড়া কৃষকদের কাছ থেকে সরাসরি ১২ শ টাকা মূল্যে ধান কিনতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার ১ হাজার ৫০ টাকা মণ দরে ধান কেনার ঘোষণা দিলেও বাস্তবে এর কোনো কার্যকারিতা নেই। সরকারদলীয় কর্মী ও ব্যবসায়ীদের অবৈধ সুবিধা দিতেই সরকার এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।’
মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় প্রদক্ষিণ করে তোপখানা রোডে এসে শেষ হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা সাহিদুর রহমানসহ গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
সারাবাংলা/ওএম/এমআই