এবার সন্ত্রাসবাদে অভিযুক্ত ক্রাইস্টচার্চ হামলাকারী
২১ মে ২০১৯ ১৩:১৯ | আপডেট: ২১ মে ২০১৯ ১৮:২৮
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুক হামলা চালানোর ঘটনায় গ্রেফতার ব্রেন্টন ট্যারেন্টকে নতুন করে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর আগে ট্যারেন্টের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২১ মে) নিউজিল্যান্ডের পুলিশ বিবৃতিতে একথা জানিয়েছে। আগামী জুনে ট্যারেন্টকে আবার আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্টের বন্দুক হামলায় ৫১ জনের মৃত্যু হয়। সেদিনই ট্যারেন্টকে গ্রেফতার করে নিউজিল্যান্ড পুলিশ।
হামলায় ট্যারেন্ট ব্যবহার করেছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন আধা-স্বয়ংক্রিয় অস্ত্র। পরবর্তীতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন দেশটির অস্ত্র আইন কঠোর করার ঘোষণা দেন। পরবর্তীতে ১০ এপ্রিল সব ধরনের আধা-স্বয়ংক্রিয় অস্ত্র ও অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করে নিউজিল্যান্ডের পার্লামেন্টে।
নিউজিল্যান্ডে অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হওয়ায় দোষী সাব্যস্ত হলেও ট্যারেন্টের ফাঁসির রায় হবে না। তবে সরকার জানিয়েছে যে ভয়ংকর কাণ্ড ট্যারেন্ট ঘটিয়েছেন সেজন্য সর্বোচ্চ শাস্তিই পেতে হবে তাকে।
সারাবাংলা/ এনএইচ
ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলা নিউজিল্যান্ড ব্রেন্টন ট্যারেন্ট