Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


২১ মে ২০১৯ ০৯:৩১

নীলফামারী: নীলফামারীর ভেড়ভেড়ি গ্রামে পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শিশু দুজনের পরিচয়, নাজমুল হুদার মেয়ে শ্যামলী (৭) ও বাবুল হোসেনের ছেলে রাতুল (৪)।

সোমবার (২০ মে) বিকেলে নীলফামারী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পঞ্চপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, ‘পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ওই দুই শিশু গ্রামের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাদের হদিস পাওয়া যায়না। পরে বিকেলে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে গ্রামবাসী।’

সন্ধ্যায় শিশু দুইটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

সারাবাংলা/ওএম/ এনএইচ

নীলফামারী পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর