Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ


২১ মে ২০১৯ ০১:৪২ | আপডেট: ২১ মে ২০১৯ ০২:২৮

বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী নতুন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৪দিনের কর্মসূচির অংশ হিসেবে শেষ দিনে সোমবার দ্রুতযান আন্তঃনগর ট্রেন অবরোধ করা হয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন, যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্মআহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, সহকারি অধ্যপক মাসুদ রানা।

বিজ্ঞাপন

অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাবেক কাউন্সিলর আসলাম সিকদার, যুবদল নেতা স্বপন, শ্রমিকলীগ নেতা মুক্তারুজ্জামান মুক্তা, মাওলানা খাইরুল ইসলাম, তুহিন, টারজান, মেরাজুল প্রমূখ।

যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ঘোষনা করা হয়, মঙ্গলবার (২১ মে) বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ আমাদের দাবী মেনে না নিলে আগামী ২২তারিখ (বুধবার) থেকে সান্তাহার জংশন স্টেশনের ওপর দিয়ে ট্রেন চলাচলসহ সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হবে।

সারাবাংলা/এএইচ/টিএস

দ্রুতযান বগুড়া সান্তাহার

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর