Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাদ্যে ভেজাল মেশালে শাস্তির দাবি নাসিমের


২১ মে ২০১৯ ০১:১৭ | আপডেট: ২১ মে ২০১৯ ০১:২৬

ঢাকা: খাদ্যে ভেজালকারী অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার (২০ মে) সন্ধ্যায় সংসদ ভবনের মেম্বারর্স ক্লাব মাঠে ‘বাংলাদেশ তরিকত ফেডারেশনের’ ইফতার ও আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা চৌদ্দ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড দিতে।

বিজ্ঞাপন

এই ভেজালকারীরা মানুষের মতো হলেও আসলে নরপিচাশ, এদের শুধু অর্থদনণ্ড নয়। চৌদ্দ দলের পক্ষ থেকে আমরা দাবি করছি, এই ভেজাল কারিদের মৃত্যুদণ্ড দিতে হবে। এদের কোন ভাবে ক্ষমা করা যেতে পারে না।

খাদ্যে ভেজালের জন্য বিএনপি জামায়াতকেও দায়ী করেন সরকারের সাবেক এই মন্ত্রী।

তিনি বলেন, মানুষ পুড়িয়ে রাজনীতি করে এমন একটি রাজনৈতিক দল আছে, তাদের দ্বারাই সম্ভব এই ধরণের নরঘাতক ব্যবসা, খাদ্যে ভেজাল ব্যবসা করা। যার মাধ্যমে তাদের সন্তান মারা যেতে পারে, তার ভাই মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে।

অতিদ্রুত কৃষকের ন্যয্য মুল্য নিশ্চিত করার দাবি জানিয়ে চৌদ্দ দলের মুখপাত্র বলেন, প্রয়োজনে ভর্তুকি দিয়ে কিংবা বিদেশে রপ্তানী করে হলেও কৃষকের ন্যয্য মুল্য নিশ্চিত করার কথা বলেছেন অর্থমন্ত্রী। এর জন্য চৌদ্দ দলের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অর্থনৈতিক শক্তি বাঁচানোর মুল নিয়ামক কৃষককে বাঁচানোর জন্য যা যা করণীয় আপনাদের করতে হবে, অতিদ্রুত কৃষকের ন্যয্য মুল্য নিশ্চিত করুন, এটা আমরা দাবি করছি।

বিজ্ঞাপন

বাঙ্গালী জাতীয়তাবাদ বিরোধী সকল ধর্মীয় রাজনৈতিক দলের বিরুদ্ধে ঈদের পরে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী।

তিনি বলেন, ইসলামের নামধারী যতগুলো রাজনৈতিক দল আছে, যারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এমন প্রত্যেকটি দলের নামে নির্বাচন কমিশনকে কারণ দর্শানোর জন্য বলবো এবং হাইকোর্টে রিট করবো। এটা আমরা নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের বক্তব্য খুব সহজ, আপনারা দেখেছেন এইবার বর্ষবরণের সময় এক মৌলভী সাহেব বলে বসলেন, ইসলামে এটার অনুমতি নেই। আরে বর্ষবরণে ইসলামের কি আছে, বাঙ্গালী জাতীয়তাবাদ বা জাতিসত্তা আমরা কোন ধর্মের কাছে বিকিয়ে দিতে যাই নাই।

প্রত্যেক ধর্ম যার যার তার তার, এখানে ধর্মকে এনে আমার জাতীয়তাবাদ ও আমাদের কর্মকাণ্ডে হস্থক্ষেপ করার অধিকার কাউকে দেই নাই।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যন নজিবুল বশর মাইজ ভান্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।

সারাবাংলা/এমএমএইচ/টিএস

আওয়ামী লীগ খাদ্যে ভেজাল মহাজোট মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর