Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজউকের নতুন চেয়ারম্যান সুলতান আহমেদ


২০ মে ২০১৯ ২২:৫৪ | আপডেট: ২১ মে ২০১৯ ১৮:২৪

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হয়েছেন ড. সুলতান আহমেদ। এর আগে তিনি পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে ছিলেন।

সোমবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশে উপ সচিব মুহাম্মদ আব্দুল লতিফের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরিবেশ অধিদফতরের ডিজিকে রাজউকের চেয়ারম্যান হিসেবে এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান গত ১৪ মে অবসরে যান।

সারাবাংলা/এসএইচ/এমও

চেয়ারম্যান রাজউক সুলতান আহমেদ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর