Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ইসমাইলের মৃত্যু


২০ মে ২০১৯ ১৯:৩৯

ঢাকা: মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের ইসমাঈল হোসেন (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল জানান, মৃত ইসমাঈল গোবিন্দগঞ্জের মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। সোমবার বিকাল ৩টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ইসমাঈলের মৃত্যু হয়। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলেও জানান কারারক্ষী ফয়সাল।

সারাবাংলা/এআই/এমও

ইসমাঈল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর