হাজারীবাগে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু
২০ মে ২০১৯ ০৪:৩৯ | আপডেট: ২০ মে ২০১৯ ০৬:৪১
ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেঁড়িবাধ সংলগ্ন মধু সিটির সামনে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে কাভার্ড ভ্যান ছিনতাইকারী চক্রের দুই সদস্য মারা গেছে।
রোববার (১৯ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার এসআই চাঁন মিয়া। তিনি বলেন, বন্দুকযুদ্ধের পর মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ছিনতাই হওয়া ইস্পাহানী চায়ের একটি কাভার্ড ভ্যান হাজারীবাগ মধুসিটির সামনে থামাতে বললে র্রাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র্যাব-২ এর টহল টিমের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে চালক ও হেলপার মারা যায়। ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া কাভার্ডভ্যান ও নয় টন চা পাতা উদ্ধার করা হয়েছে।
র্যাব থেকে আরও জানানো হয়, র্যাবের দুই জন সদস্য আহত হয়েছে। একটি বিদেশী পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে মারা যাওয়া দুজন হলো- কুখ্যাত কাভার্ড ভ্যান ছিনতাকারী মনির ও তার সহযোগী। মনির চলন্ত অবস্থায় একই সাথে ছিনতাই ও গাড়ির স্টিয়ারিং ধরতে পারে।
সারাবাংলা/ইউজে/টিএস