Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


২০ মে ২০১৯ ০৪:০৩

ঢাকা: রাজধানীর খিলগাঁও বাগিচা রেল লাইনের ট্রেনে কাটা পড়ে ইয়ার চৌধুরী টুটুল (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছে।

রবিবার (১৯মে) বিকেল ৫টার দিকে খিলগাও বাগিচা পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে আহত হয় তিনি। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির ছেলে শামছুুদ্দিন চৌধুরী রুবেল জানায়, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। বর্তমানে খিলগাঁও নিউ কলোনীতে ভাড়া থাকেন। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। বিকেলে বাসার বাইরে থেকে তিনি পায়ে হেঁটে খিলগাঁও নিউ কলোনী এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় বাগিচা পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইন পায়ে হেটে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসআর/টিএস

খিলগাঁও ঢামেক বৃদ্ধ রেলে কাটা