Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকের নিচে পিষ্ট মোটরসাইকেল চালক


২০ মে ২০১৯ ০১:৪৪ | আপডেট: ২০ মে ২০১৯ ০২:২৫

ঢাকা: রাজধানীর আসাদগেট এলাকায় সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।

রোববার (১৯ মে) দিবাগত রাত ১১টার দিকে আড়ং শো-রুমের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস।

তিনি বলেন, ওই চালকের মাথায় হেলমেট ছিল। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেছে। তার মাথা হেলমেটসহ পিষ্ট হয়ে গেছে। ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়েছে নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/টিএস

চালক দূর্ঘটনা মোটরসাইকেল রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর