Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও সময় পেলো অ্যাকর্ড


১৯ মে ২০১৯ ২০:৩৯

ঢাকা: তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়ন কাজ চালাতে আরও ২৮১ দিন সময় পেয়েছে ইউরোপীয় ক্রেতা জোট অ্যাকর্ড। দেশের পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও অ্যাকর্ডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ভিত্তিতে আদালত এই কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।

রোববার (১৯ মে) বিজিএমইএ’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, বিজিএমইএ ইউনিটের সম্মতি ছাড়া অ্যাকর্ডরে পক্ষ থেকে কোনো কারখানাকে বহিস্কার, টার্মিনেশন বা এসকেলেশন করা যাবে না। কোনো একটি কারখানার ব্যর্থতার কারণে গ্রুপভূক্ত অন্য কোনো কারখানাকেও টার্মিনেট করা যাবে না। বারবার পরিদর্শন করা যাবে না একই কারখানা। বিজিএমইএ ইউনিট ও অ্যাকর্ডের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে আরসিসি তা চূড়ান্তভাবে সুরাহা করবে।

এছাড়াও, দেশের পোশাকখাতে জাতীয় পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন নিরাপত্তা বিষয়ক মনিটরিং ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিজিএমইএ একটি ‘আরএমজি সাসটেইনিবিলিটি কাউন্সিল (আরএসসি)’ গঠনের পরিকল্পনা করে, যাতে অ্যাকর্ড একমত হয়।

উল্লেখ্য, আরএসসি’র কার্যক্রম পরিচালিত হবে বিজিএমইএ, বিকেএমইএ, ব্রান্ড, এবং আন্তর্জাতিক এবং স্থানীয় ট্রেড ইউনিয়নগুলো দ্বারা। সেইসঙ্গে অ্যাকর্ডের অন্তবর্তীকালীন সময় সমাপ্তির সঙ্গে সঙ্গে আরএসসি অ্যাকর্ডের অবকাঠামো, পরিচালনা পদ্ধতি এবং রিসোর্সেস বুঝে নিবে। গত ৮ মে ঢাকায় বিজিএমইএ’র সঙ্গে অ্যাকর্ডের ওই সমঝোতা স্বারক সই হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/এমও

অ্যাকর্ড পোশাক বিজিএমইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর