Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতির পিতার স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি: প্রধানমন্ত্রী


১৯ মে ২০১৯ ২০:২৮ | আপডেট: ২০ মে ২০১৯ ০৮:৩৪

ঢাকা: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের। তিনি চেয়েছিলেন বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে। আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, দেশের জনগণের জন্য। আমরা যেন জাতির পিতার স্বপ্ন পূরণ করতে পারি, বাংলাদেশকে যেন সেই সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারি।’

রোববার (১৯ মে) গণভবনে অনুষ্ঠিত ইফতারে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে রমজানের মোবারকবাদ জানান। একইসঙ্গে চোখের অপারেশন হওয়ায় চিকিৎসকের বারণ থাকায় প্রথম রোজায় সবার সঙ্গে ইফতারে অংশ নিতে না পারায় দুঃখপ্রকাশ করেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘আমি খুব দুঃখিত। ঘুরে ঘুরে সবসময় আমার সবার সঙ্গে কথা হয়। মাত্র কয়েকদিন আগে আমার চোখের অপারেশন হয়েছে। স্বাভাবিকভাবে বয়স হয়ে গেছে, ছানি পড়ে গেছে। এখন সেই ছানি অপারেশন করতে হলো। এজন্য আমার নিষেধ আছে বেশি মানুষের ভেতরে যাওয়া বা বাইরে যাওয়া। আজই প্রথম এখানে সমবেত হলাম। আমার আরও একটা মিটিং ছিল। সে কারণে কিছুটা দেরি হলো।’

ইফতার মাহফিলে উপস্থিত সবাই এবং দেশে-বিদেশে যারা অবস্থান করছেন তাদেরকেও পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সকলে দোয়া করবেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশ যেন জঙ্গি, সন্ত্রাস, মাদক, দুর্নীতিমুক্ত একটি দেশ হিসাবে বিশ্বে মর্যাদা পায় এবং উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ যেন গড়তে পারি, সেই দোয়া চাই।’

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে আগত অতিথিদের ব্যাপারে শেখ হাসিনা বলেন, ‘এখানে আমার স্কুলের বান্ধবীরা আছেন, বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা আছেন; সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা এসেছেন গণভবনের মাটি ধন্য হয়েছে।’

এরপর দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। গণভবনের খোলা মাঠে শামিয়ানা টাঙ্গিয়ে বিশাল প্যান্ডেল করা হয়। ইফতার মাহফিলে কয়েক পদের ইফতার ছিল। এতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী, আলেম-ওলামা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনরা অংশ নেন।

এর আগে, গণভবনে সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/এমও

জাতির পিতা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর