খালেদা জিয়ার ইফতার ৩০ টাকায়, বিএনপিরও তা-ই
১৯ মে ২০১৯ ১৯:২৩ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৯:৩৯
ঢাকা: দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে জনপ্রতি মাত্র ৩০ টাকার ইফতারের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। কারাবিধি অনুযায়ী একজন কয়েদির ইফতারের জন্যও এই টাকাই বরাদ্দ থাকে।
সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী ২৮ মে রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন দলের রাজনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করবে বিএনপি। কিন্তু সেই ইফতার মাহফিলে দামি কোনো খাবার আইটেম থাকবে না। খুবই সাদামাটা আইটেম দিয়ে অতিথিদের ইফতার করাবে বিএনপি। দলের চেয়ারপাসন কারাবন্দি খালেদা জিয়ার প্রতি সম্মান দেখাতেই তাদের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগ।
জানা গেছে, রাজনীতিবিদদের জন্য ইফতার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণের সময় বিএনপির কয়েকজন নেতা অতিথিদের জন্য যথারীতি দামি খাবারের আয়োজন করার প্রস্তাব দেন। তবে দলের নেতাদের জন্য কারাবিধি অনুযায়ী ৩০ টাকার ইফতার আয়োজনের প্রস্তাব ছিল তাদের।
যেহেতু একই টেবিলে বসে অতিথিদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা ইফতার করেন, সেহেতু দুই ধরনের ইফতার আইটেম রাখা বাস্তবসম্মত নয়। সে কারণে বিএনপি নেতারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন, সবার জন্যই ৩০ টাকার ইফতার আইটেমের ব্যবস্থা করবেন তারা।
বিএনপি সূত্র বলছে, এই ৩০ টাকার ইফতারের প্যাকেজে থাকবে ছোট একটি পানির বোতল (যার দাম পড়বে ৬ টাকা), এক পিস খেজুর, এক পিস পেয়াজু, এক পিস বেগুনি, এক পিস ছোট জিলাপি, এক মুঠো মুড়ি এবং সামান্য কিছু ছোলা।
শনিবার (১৮ মে) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপির ইফতার কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। ওই মিটিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান উপস্থিত ছিলেন।
৩০ টাকার ইফতার আয়োজন সম্পর্কে জানতে চাইলে বরকত উল্যা বুলু সারাবাংলাকে বলেন, ‘ম্যাডাম কারাগারে ৩০ টাকার ইফতার খাচ্ছেন। সেই কারণে আমাদের সব ইফতার এখন ৩০ টাকার। আগামী ২৮ মে লেডিস ক্লাবে রাজনীতিবিদদের জন্য যে ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে, সেখানেও আমরা ৩০ টাকার ইফতার খাব। ক্যাটারিংকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সারাবাংলাকে বলেন, ‘ইফতারে সাতটি আইটেম থাকবে। এই সাতটি আইটেম ৩০ টাকার মধ্যে কেনা হবে। যেহেতু আমাদের নেত্রী কারাগারে ৩০ টাকার ইফতার করছেন, আমরাও নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ টাকার ইফতার করব।’
দুদকের করা দুইটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে গত বছর ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকেই বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার চেয়ার ফাঁকা রাখা হচ্ছে। এবার খাবার আইটেম ৩০ টাকার মধ্যে রেখে খালেদা জিয়ার প্রতি সম্মান দেখানোর উদ্যোগ নিয়েছে বিএনপি।
সারাবাংলা/এজেড/টিআর
৩০ টাকা ৩০ টাকায় ইফতার ইফতার কারাবন্দি খালেদা জিয়া খালেদা জিয়া বিএনপি