Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে লিচু পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১৬


১৯ মে ২০১৯ ১৭:৫০

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিরোধপূর্ণ একটি বাগানের লিচু পাড়া কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন।

রোববার (১৯ মে) উপজেলার পৌর এলাকার ভবানীপুর মুন্সীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে দিনাজপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর মুন্সীপাড়ায় সকালে একটি লিচু বাগানে একপক্ষ লিচু পাড়তে যায়। এ সময় অপর পক্ষ বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে উভয়পক্ষের ১৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন- এমদাদুল হক (৫৫), বাবুল হোসেন (৩৮), এনামুল হক (৩৫), আবদুল লতিফ (৪৮), মনিরা (১০), মমিনুর (১৬), কামরুজ্জামান (৩২), আবদুল কাফী (৪৮), মোজাম্মেল (৪৫), মনিরুজ্জামান (৩২), আফরুজা (২৫), মিজানুর (৩৮), আ. বাকী (৫৫), মমিনুল ইসলাম (২০), মীম (১৫) ও রেজিনা বেগম (৬৫)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ

আহত ১৬ লিচু পাড়া নিয়ে সংঘর্ষ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর