Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা বেড়েছে’


১৯ মে ২০১৯ ১৯:৩৬

ঢাকা: সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা আগের তুলনায় অনেক বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০১৮ সালের গোটা বছরের চিত্রকে সামনে এনে নির্দ্বিধায় বলা যায় সাম্প্রদায়িক সহিংসতার মাত্রা আগের তুলনায় অনেকটা বেড়েছে। ২০১৮ সালে ডিসেম্বর পর্যন্ত এ সংক্রান্ত ঘটনার সংখ্যা ছিল ৮০৬টি, কিন্তু চলতি বছরে প্রথম চার মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে ২৫০টির বেশি।

বিজ্ঞাপন

সরকারদলের ভেতর ও বাইরের সাম্প্রদায়িক অপশক্তির মেলবন্ধনের মধ্যদিয়ে সারাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার পরিবেশ তৈরি করছে উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, ‘ধর্মীয় বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য অব্যাহতভাবে প্রচার রয়েছে। সামাজিকমাধ্যমে ও গণমাধ্যমে সাম্প্রদায়িক মহলবিশেষ ভিন্ন ধর্মের প্রতি কটূক্তি করেই শুধু ক্ষান্ত হচ্ছে না, ভিন্ন ধর্মালম্বীদের বিধর্মী ও কাফের আখ্যা দিয়ে তাদের উপাসনালয়ে হামলা, বিগ্রহ ও ভাঙচুর করছে, দেশ ত্যাগের হুমকিও দিচ্ছে ক্ষেত্রবিশেষে। সরকারের নিস্ক্রিয় ভূমিকার কারণে এসব আরও বেড়ে চলছে।’

তিনি আরও বলেন, ‘পঞ্চগড়ে কারাগারে মিথ্যা মামলায় আটকে রেখে অ্যাডভোকেট পলাশ কুমার রায়কে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। মানবাধিকার কর্মী প্রিয়া সাহার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। অথচ পুলিশ ও প্রশাসন দুর্বৃত্তদের মিথ্যা মামলায় সাংবাদিক প্রবীর ‍শিকদারকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছিল। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে জামিন দেওয়া হলেও পরবর্তীতে আবার তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তাছাড়া পাহাড়ে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে।’

বিজ্ঞাপন

সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে সংখ্যালঘু জনগোষ্ঠী সদস্যদের হত্যা, মরদেহ উদ্ধার, কথিত ধর্ম অবমাননার অভিযোগে শাস্তি, অপহরণ, খুন, নিখোঁজ, ধর্ষণচেষ্টা, প্রতিমা ভাঙচুর, উপাসনালয়ে হামলা, দেশত্যাগের হুমকি ইত্যাদি এসবের মধ্যে উল্লেখযোগ্য বলে প্রতিবেদনে জানায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এসময় এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেয় সংগঠনটি। আগামী ২৫ মে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঐক্যভুক্ত সংগঠনগুলো।

সারাবাংলা/ওএম/এমও

সহিংসতা সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর