সাবেক এমপি আউয়ালকে দুদকের তলব
১৯ মে ২০১৯ ১৬:৪৮ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৬:৫১
ঢাকা: পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ মে) দুদকের উপ পরিচালক সৌয়দ আহম্মদ স্বাক্ষর করা এক চিঠিতে আগামী ২৩মে একে এম আউয়ালকে রাজধানীর সেগুনবাগিচায় কমিশনের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
রোববার (১৯ মে) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘সাবেক সংসদ সদস্য আউয়ালের দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে।’
সারাবাংলা/এসজে/ এমএইচ