Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনা বটমূলে হামলার মামলায় ২ জনের সাক্ষ্য গ্রহণ


১৯ মে ২০১৯ ১৬:০৬

ঢাকা: রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় দুই সাক্ষীর সাক্ষ্য নিয়েছেন আদালত।

রোববার (১৯ মে) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদালতে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। এছাড়া আগামী ২০ থেকে ২৩ মে সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়।

যারা সাক্ষ্য দিয়েছে তারা হলেন, মানিকগঞ্জের সিংগাইর বাছত গ্রামের দারগ আলী বেপারীর ছেলে সামছুল ইসলাম এবং সিলেটের কানাইঘাট থানার এসআই কাইয়ুম মুন্সী।

২০১৮ সালের ১৭ জুন মো. আলাউদ্দিন খান নামে এক ব্যক্তি মামলাটিতে সর্বশেষ সাক্ষ্য দেন। এরপর থেকে আর কোনো সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হননি।

এমন পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল এ দুই সাক্ষীসহ মোট ১৩ সাক্ষীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলাটিতে এ পর্যন্ত চার্জশিটভূক্ত ৮৪ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

২০০৮ সালের ৩০ নভেম্বর ১৪ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপর ২০০৯ সালের ১৬ এপ্রিল মামলাটিতে আদালত অভিযোগ গঠন করেন।

এই ঘটনায় হত্যা মামলায় একই সংখ্যক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এই মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় ঘোষণা করেন আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং অন্য ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও অসংখ্য মানুষ আহত হন।

সারাবাংলা/এআই/এসএমএন

রমনা বটমূলে বোমা হামলা

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর