অজুহাত শুনতে চাই না, কৃষক বাঁচাতে সমন্বিত পদক্ষেপ নিন: ইনু
১৯ মে ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৫:১৯
ঢাকা: কৃষকদের বাঁচাতে নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনাসহ সমন্বিত পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ ক্ষেত্রে কোনো ‘অজুহাত’ শুনতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ১০৪০ টাকা মন দরে ধান কেনার দাবি’তে জাতীয় কৃষক জোট আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
কৃষকদের বাঁচাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ইনু বলেন, ‘কৃষকদের প্রয়োজনে অর্ধেক ধানের দাম আগাম পরিশোধ করে গোলায় ধান তোলা ও সরকারি গুদামে সরবরাহ করতে হবে। এরপর বাকি অর্ধেক টাকা পরিশোধ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে।’
চাল আমদানি বন্ধ করে রফতানিতে মনোনিবেশ করতে আহ্বান জানিয়ে ইনু বলেন, ‘সরকারি গুদাম খালি না থাকলে বেসরকারি ও ব্যক্তিগত খাতের গুদাম ভাড়া নিতে হবে। এছাড়াও বাইরে থেকে চাল আমদানি বন্ধ করতে হবে। দেশের চাহিদার অতিরিক্ত উৎপাদিত চাল রফতানির ব্যবস্থা করার কথা ভাবতে হবে।’
তিনি আরও বলেন, সরকারের দাম সম্প্রসারণ ও ধারণক্ষমতা বাড়ানোসহ সরকারি উদ্যোগে কৃষিপণ্য বিপণন সমবায় গড়ে তুলতে হবে। অবিলম্বে সার, বীজ, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ, শ্যালো ম্যাশিন, পাওয়ার টিলার, ট্রাক্টর, ডিপ টিউবওয়েল, মাড়াইযন্ত্রসহ সব ধরনের কৃষি উপকরণ ও যন্ত্রপাতির দাম কমাতে হবে। দেশের অর্থনীতিকে সচল রাখতে কৃষকরা অন্যতম ভূমিকা পালন করলেও সরকারের ক্রয় ব্যবস্থাপনার ত্রুটির কারণে তারা প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন ইনু।
মানববন্ধনে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ধানের মূল্য নিয়ে মধ্যস্বত্বভোগী, দালাল, চাতাল মালিক, চালকল মালিক, ফড়িয়া, চাল আমদানিকারক, রাজনৈতিভাবে প্রভাবশালী ব্যক্তি, ধান-চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট যেন কোনো কারসাজি করে কৃষকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করতে না পারে, সেজন্য সরকারকে সজাগ থাকতে হবে। তিনি ইউনিয়নভিত্তিক ধান চাষ ও ধান চাষিদের তথ্যসমৃদ্ধ ডাটাবেজ তৈরির দাবি জানান।
জাতীয় কৃষক জোটের সাংগঠনিক সম্পাদক রতন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, শওকত রায়হান, জাতীয় কৃষক জোটের আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবীব শামীম ও সাধারণ সম্পাদক রাশিদুল হক ননীসহ জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় নেতারা।
সারাবাংলা/ওএম/টিআর