Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারফর্মারদের রেখে সাফল্যের গল্প শোনাতে চাইলেন না মাশরাফি


১৯ মে ২০১৯ ০২:১৯ | আপডেট: ১৯ মে ২০১৯ ০৩:০৪

ঢাকা: ত্রিদেশীয় সিরিজ শেষে চারদিনের ছুটি পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই চারদিন আয়ারল্যান্ডে ছুটি কাটিয়ে সেখান থেকেই ইংল্যান্ডের বিমান ধরবে লাল-সবুজের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া বাকি ১৪ সদস্য। প্রশ্ন আসতেই পারে তাহলে আরেকজন কই? কেননা বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল।

সেই আরেকজন হলেন মাশরাফি বিন মুর্ত্তজা। দলের অন্যরা এই চারদিন আয়ারল্যান্ডে ছুটি কাটালেও পরিবারকে সময় দিতে তিনি দেশে ফিরেছেন। ফেরার সময় তার সফরসঙ্গী ছিলেন টুর্নামেন্টের ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ত্রিদেশীয় সিরিজে ডাক পাওয়া তাসকিন আহমেদ, নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বি। অপর সদস্য ফরহাদ রেজা ও দলের নিরাপত্তার অংশ হিসেবে যাওয়া বিসিবির নিরাপত্তা প্রধান মেজর (অব.) হোসেন ইমামের ফেরার কথা রোববার সকাল (১৯ মে) ৬টায়।

বিজ্ঞাপন

এমিরেটস এয়ারলাইন্সযোগে আয়ারল্যান্ড থেকে দুবাই হয়ে মাশরাফির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল শনিবার রাত সোয়া ১১টায়। কিন্তু নামলেন ৫ মিনিট পরে। তাকে অভ্যর্থনা জানাতে ততক্ষণে বিমানবন্দরে হাজির হন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস, গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকসহ বিসিবি’র আরও বেশ কয়েকজন কর্মকর্তা। সংবাদমাধ্যমকর্মীরা তো ছিলেনই।

১১টা ২০ মিনিটে অবতরণের পর ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসার সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। যেহেতু পুরো দল এক সঙ্গে নেই তাই অভ্যর্থনাটিও ছিল সাদামাটা। তা না হলে হয়ত অভাবনীয় অভ্যর্থনাতেই সিক্ত হতেন স্টিভ রোডস শিষ্যরা। কারণটিও যে অমূলক নয়। আইরিশদের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে দেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মত কোনো বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে মাশরাফি নেতৃত্বাধীন বাংলাদেশ।

বিজ্ঞাপন

যা হোক, অভ্যর্থনা পর্ব শেষে চামেলি লাউঞ্জে সংবাদ মাধ্যমের সামনে টাইগার দলপতি মুখোমুখি হলেন সত্যি কিন্তু ঐতিহাসিক জয়ের সেই গল্প শোনাতে চাইলেন না। পেছনে কারণ একটিই, টুর্নামেন্টে পারফর্ম করা প্রিয় সতীর্থরা নেই। যাদের অক্লান্ত পরিশ্রমে ছয়-ছয়বারের অধরা শিরোপা ধরা দিয়েছে তাদের রেখে সংবাদ মাধ্যমের সামনে কথা বলা তার কাছে যৌক্তিক মনে হয়নি।

‘আপনারা কষ্ট করে এসেছেন তাই ধন্যবাদ। আমি এখন আপনাদের সঙ্গে খেলা নিয়ে কথা বলব না। কারণ পুরো দল আসেনি। যারা খেলেছে তারাই আপনাদের সামনে থাকার প্রধান দাবিদার। দলের পক্ষ থেকে মনে হয়, যারা পারফর্ম করেছে, মাঠে কষ্ট করেছে তাদের রেখে কথা বলা ঠিক হবে না। এটি পুরোটাই দলীয় অর্জন। তাছাড়া আমি এসেছি ছুটিতে। চার দিনের ছুটি যে যার মতো কাটাচ্ছে। পুরো দল একসঙ্গে থাকলে আমার কথা বলা ঠিক হত। ওরা না থাকলে খেলা নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না। ওরা থাকলে ভালো লাগত।’

চারদিনের ছুটি শেষে বিশ্বকাপ মিশনে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন মাশরাফি। ইংল্যান্ডে পৌঁছে ২৬ মে কার্ডিফের সোফিয়া গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন তিনি। একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি গড়াবে ২৮ মে, ভারতের বিপক্ষে।

৩০ মে থেকে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ জুন টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে, ৮ তারিখ স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে, ১১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে, ১৭ তারিখ উইন্ডিজের বিপক্ষে, ২০ তারিখ অজিদের বিপক্ষে, ২৪ তারিখ আফগানিস্তান, ২ জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এমআরএফ/একে

টাইগার মাশরাফি শিরোপা জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর