Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্রের পা ভেঙে দিল রেলওয়ে নিরাপত্তাকর্মী!


১৮ মে ২০১৯ ১৮:৩৭ | আপডেট: ১৮ মে ২০১৯ ১৯:৫৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ের একজন নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার (১৭ মে) বিকেলে নগরীর বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী রাইয়্যান আলম রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার ভেঙে যাওয়া পা জোড়া লাগাতে শনিবার রাতে অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন রাইয়্যান।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী মশিউর রহমান মুসা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) একজন সিপাহী।

রাইয়্যান আলম বলেন, ‘শুক্রবার বিকেলে ক্যাম্পাসে যাওয়ার জন্য বটতলী রেলস্টেশনে যাই। সেখানে গিয়ে দেখি ট্রেন ক্যাম্পাসে যাচ্ছে না, ট্রেনে যখন ইঞ্জিনও লাগানো নেই। বিশ্ববিদ্যালয়ের দুজন ছোটভাই মিলে যে ট্রেনে ইঞ্জিন লাগানোর কথা ওই ট্রেনের একটি বগিতে গিয়ে বসেছি। এসময় আরএনবির তিনজন সদস্য আসেন। একজনের নাম মশিউর। আমাদের দুজনের কথার প্রসঙ্গে মশিউর বলেন, এই তোরা কারা। তুই করে বলার পর বলেছিলাম, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্যাম্পাসে যাবো। তখন তিনি বলেন, এখানে কেন তোরা? আমি বলেছিলাম, আমি বিশ্ববিদ্যালয় ছাত্র, শাটলে বসতেই পারি। কথা কাটাকাটির মধ্যে তিনি বলেন, তুই টাকা দে। আমি বলেছিলাম, আমি তিন বছর ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ছি। ট্রেনের জন্য কাউকে টাকা দেব না। দিলে ক্যাম্পাসকে দবো।’

রাইয়্যান আরও বলেন, ‘সে সময় আমি বন্ধুদের মোবাইলে কল দিচ্ছি। যেহেতু সমস্যা করতেছে। আরএনবির ওই সদস্য হঠাৎ করে আমার মোবাইল কেড়ে নিতে চেষ্টা করে। তবে আমি দিচ্ছিলাম না। তখন তিনি বলেন, এই কাকে কল দিচ্ছিস দেখি। একপর্যায়ে মোবাইল কেড়ে নিতে না পেরে তিনি দুটি লাঠি দিয়ে আমাকে খুব মারধর করে। আমার পা ভেঙে গেছে। পরে পাঁচলাইশের পিপলস হাসপাতালে গিয়ে এক্স-রে করে দেখলাম। আমার বিশ্ববিদ্যালয়ের দুই ছোট ভাইও আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী রাইয়্যানের সহপাঠীরা। এছাড়া শনিবার দুপুরে বটতলী স্টেশনে একটি মানববন্ধন করে ছাত্রলীগ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন ছাত্রকে কারণ ছাড়া মারধর করা একটি নৃশংস ঘটনা। আমরা এই ঘটনার নিন্দা জানাই। দোষী মশিউর রহমানকে চাকরিচ্যুত করার সুপারিশ করতে হবে। আর না হলে আমরা কঠোর কর্মসূচি পালন করবো।’

যোগাযোগ করা হলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম স্টেশনের পরিদর্শক আমান উল্লাহ আমান বলেন, ‘শিক্ষার্থীরা যেভাবে চেয়েছে, ঠিক সেভাবে কাজ করেছি। তাদের দুটি দাবি ছিল। দাবির মধ্যে আছে, সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দেওয়া। সবই মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত মশিউর রহমান মূসাকে ক্লোজড করা হয়েছে। সকল কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। রোববার তাকে বরখাস্ত করা হবে।’

সারাবাংলা/সিসি/এমএইচ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর