এনডিএফ বিডি’র আয়োজনে বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৮ মে ২০১৯ ১২:৩৩ | আপডেট: ১৮ মে ২০১৯ ১২:৩৬
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান ভিত্তিক বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০১৯’। গত ১৭ মে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও-এ এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-এর সচিব জনাব মো. আনোয়ার হোসেন।
এনডিএফ বিডি’র চেয়ারম্যান এ কে এম শোয়েবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও প্রতিযোগিতার আয়োজন করা হয়। আয়োজনে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটির বিতর্ক ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও মডারেটরসহ প্রায় ৩৫০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার আয়োজনে ছিল, বারোয়ারি বিতর্ক, ই-পাবলিক স্পিকিং, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে কুইজ, আলোচনা ও পুরস্কার বিতরণী।
বারোয়ারি বিতর্কে যৌথভাবে প্রথম হয়, সরকারি বাংলা কলেজ এর জুলকার নাইন ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এর রেহনুমা ই মিম। এছাড়া, স্কুল পর্যায়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে, শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিহা তাসনিম ও মোহাম্মাদপুর মডেল হাইস্কুলের লামিয়া আফরিন।
ই-পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাফিস জয়। এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছেন মুনতাসিম তানজিম সিয়াম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক জনাব মোহাম্মাদ মুনির চৌধুরী, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর জনাব প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, চ্যানেল নাইন-এর বার্তা সম্পাদক মাশরুজ্জামান রনি, ব্যারিস্টার রাগীব চৌধুরী এবং এনডিএফ বিডি এর চেয়ারম্যান জনাব একেএম শোয়েবসহ অনেকে।
ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
সারাবাংলা/এনএইচ